Call us : +88-02-223390288 (Room # 503),+8802-223383452 (Room #408)

Loading...

১৩ জুন থেকে শুরু হচ্ছে বারাকা পতেঙ্গার আইপিও আবেদন চলবে ১৭ জুন পর্যন্ত

Admin Jun 03, 2021 blog-photo

প্রতিবেদক: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু করতে যাচ্ছে বারাকা পতেঙ্গা পাওয়ার।
আগামী ১৩ জুন শুরু হবে আবেদন প্রক্রিয়া।
আজ সোমবার (৩১ মে) এমন তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)। জানা গেছে, বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ উত্তোলন করবে বারাকা পতেঙ্গা পাওয়ার। আবেদন গ্রহণ চলবে ১৭ জুন পর্যন্ত।
শর্ত অনুযায়ী যোগ্য বিনিয়োগকারীরা আবেদন করতে পারবে। সাধারণ বিনিয়োগকারীদের আবেদনের ক্ষেত্রে পুঁজিবাজারে কমপক্ষে ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে।
এর আগে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়। বিডিংয়ে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয় ৩২ টাকা।
গত ৫ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৫তম সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয়।

বারাকা পতেঙ্গা পাওয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে। এ অর্থ কোম্পানিটির সাবসিডিয়ারি কর্ণফুলী পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগ, আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৭ পয়সা। আর বিগত পাঁচটি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ টাকা ৩০ পয়সা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস।

সুত্রঃ ইন্টারনেট 

Blog Category : IPO