Call us : +88-02-223390288 (Room # 503),+8802-223383452 (Room #408)
প্রতিবেদন : পুঁজিবাজারে থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় থাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গত ৩ জুন শেষ হয়েছে। ইতিমধ্যে যেসব বিনিয়োগকারী কোম্পানিটির আইপিও আবেদন করেছেন তাদের তালিকা তৈরি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী যারাই আবেদন করবেন প্রত্যেককেই প্রো-রাটা ব্যাসিসে শেয়ার বরাদ্দ দেওয়া হবে। তাই ডিএসই ও সিএসই’র ট্রেকহোল্ডার এবং মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে আবেদন করা বিনিয়োগকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া এই তালিকার মধ্যে যারা আবেদন করেছেন কিন্তু অবৈধ হয়েছে তাদের আইডিও প্রকাশ করা হয়েছে।
তালিকার সর্বশেষ কলামে যদি Valid কথাটি লেখা থাকে তাহলে সেটা বৈধ। আর যদি invalid কথাটি লেখা থাকে তাহলে অবৈধ বলে বিবেচিত হবে।
নিচের লিঙ্কে ক্লিক করে Ctrl+F প্রেস করে আপনার আইডি নম্বর বসিয়ে দিন। এতে আপনার আইডি বের করতে পারবেন।
ডিএসই’র ট্রেকহোল্ডারের মাধ্যমে যারা আবেদন করেছেন তারা ক্লিক করুন:
সিএসই’র ট্রেকহোল্ডারদের মাধ্যমে যারা আবেদন করেছেন তারা ক্লিক করুন:
মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে যারা আবেদন করেছেন তারা ক্লিক করুন:
design & develop by Softech BD